BANGLADESH SHISHU HOSPITAL & INSTITUTE

Pledged to protect Child Health

Terms & Condition

১. প্রথমত আবেদনকারীর নিজস্ব আইডি ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড সহ।
২. আপলোডকৃত ফর্ম এ প্রয়োজনীয় সকল তথ্য কম্পিউটারে পূরণ করতে হবে এবং
ছবি আপলোড করতে হবে।
৩. প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে এটাস্ট অপশন দ্বারা আপলোড করতে হবে
(ফাইল সাইজ সর্বচ্চ ২ মেগাবাইট এ থাকতে হবে)।
৪. আবেদনকারী তার তথ্য চূড়ান্ত/নিশ্চিত না করা পর্যন্ত তা সেভ রাখতে পারবে।
৫. কোনরূপ ভূল সংশোধনের জন্য এডিট সেভ অপশন অবশ্যই থাকতে হবে সাবমিট
এর পূর্ব পর্যন্ত।
৬. সর্বশেষ সাবমিট এর পূর্বে উল্লেখিত টাকা পেমেন্ট হলেই শুধুমাত্র
সাবমিট সাকসেস মেসেজ কনফার্ম হবে এবং আবেদনকারী মেসেজ পাবে ।
৭. পেমেন্ট এর টাকা তাতক্ষনিকভাবে নির্ধারিত একাউন্টে জমা হতে হবে।
৮. তাতক্ষনিক বা যেকোন সময় আবেদনকারী নিজেস্ব আইডি ও পাসওয়ার্ড
দ্বারা এডমিট কার্ড স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক (ক্রমিক নং ৬ ডিজিট এর হবে)
ক্রমিক নং অনুযায়ী ডাউনলোড করতে পারবে (একাধিকবার)।
৯. পেমেন্ট সাবমিট করার পর টাকা ফেরতের কোন সুযোগ থাকবে না।
১১. এই প্রক্রিয়ার জন্য আলাদা এডমিন প্যানেল আলাদা ইউজার আইডি দ্বারা
সংযুক্ত খাকবে।
১০. এডমিন প্যানেলে আবেদনকারীর ক্রমিক নং, পদ, নাম ও তারিখ অনুয়ায়ী
এসেনডিং অডারে থাকবে সাথে প্রিন্ট আউট এর অপশন থাকবে।
১১. এডমিন প্যানেলে মোট আবেদনকারীর সংখ্যা থাকতে হবে।
১২. এডমিন প্যানেলে আবেদনকারীর সংযুক্ত আবেদন ডাউনলোড থাকতে হবে।