BANGLADESH SHISHU HOSPITAL & INSTITUTE

Pledged to protect Child Health

important notice – 1

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মধ্যে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় “জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ এর আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সভা আজ ১৩ ডিসেম্বর ২০২২ইং তারিখে সকাল ১০টায় শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ডা. জেসমিন বানু। সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং এপিএ কমিটির সদস্য ও ফোকাল পয়েন্টগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ সবাইকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার একটি অতীব জরুরি বিষয়। শুদ্ধাচারের মাধ্যমে জীবন সুন্দর হয় এবং কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। শুদ্ধাচার মানসিক প্রশান্তির জন্যও বিরাট অবদান রাখে। তিনি তার বক্তব্যে বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন, গবেষণা প্রতিবেদন প্রকাশ এবং সমঝোতার স্মারক স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *